বাংলাদেশে সরিষার তেল বাড়ানোর উপায়

 বাংলাদেশে সরিষার তেল বাড়ানোর উপায়

 ‘স্বল্প মেয়াদের আমন ধান আর বােরো মাঝে

 উচ্চফলনশীল সরিষা করাে

তেলের অভাব ফুরিয়ে যাবে 

গােলাভরা ধানও পাবে।'

মাননীয় কৃষিমন্ত্রী বলেছেন, আগামী তিন বছরে ভোজ্যতেলের চাহিদার চল্লিশ ভাগ স্থানীয়ভাবে উৎপাদন করতে হবে। ধানের উৎপাদন না কমিয়ে মাঝারি উঁচু বা উচু জমিতে উচ্চফলনশীল এবং স্বল্পমেয়াদি আমন ও বােরাে ধানের মধ্যবর্তী সময়ে খুব সহজেই সরিষা চাষ করে প্রয়ােজনীয় ভােজ্যতেলের চাহিদা মেটানাে যায়। এজন্য দরকার সঠিক সময়ে সঠিক জাতের আমন, সরিষা ও বােরাে ধানের চাষাবাদ।

আমন ধানের জাত ও রােপণের সময়:


অধিক ফলনশীল জীবনকাল সম্পন্ন জাতসমূহ :

ব্রি ধান৭১, ব্রি ধান৭৫, ব্রি ধান৮৭, ব্রি | ধান৯৫, বিনাধান-১৬, বিনাধান-১৭, বিনাধান-২২

রোপণের সময়:

আষাঢ়ের মাঝামাঝি/জুলাইয়ের শুরুতে আমন ধানের বীজতলা তৈরি করে ২৫ দিনের চারা মূল জমিতে রােপণ করলে উপযুক্ত সময়ে সরিষা চাষ করা যাবে। |

বিদ্র: উত্তরবঙ্গে আমনের চারা ১০-১৫ | দিন আগে রােপণ করতে হবে নতুবা আমন ধান চিটা হয়ে যাওয়ার আশঙ্কা | থাকে।

সরিষার জাত ও বপন সময়:

সল্প জীবনকালসম্পন্ন সরিষার জাতসমূহ: বিনা সরিষা-৪,বিনা সরিষা-৯, বিনা সরিষা-১০, বিনা সরিষা-১১, বারি সরিষা-১৪, বারি সরিষা-১৫, বারি। সরিষা-১৭, বারি সরিষা-১৮

বপন সময় :

০১ নভেম্বর/১৬কার্তিকের মধ্যে | সরিষারবীজ বপন করা উত্তম তবে ১৫ নভেম্বর/৩০ কার্তিক পর্যন্ত | সরিষার বীজ বপন করা যেতে পারে।

বােরাে ধানের জাত ও রােপণের সময়:

অধিক ফলনশীল স্বল্পজীবনকাল সম্পন্ন বােরাে জাতসমূহ:

ব্রিধান৮৮, ব্রি ধান৮৯, ব্রিধান৯২,ব্রিধান৮১, বঙ্গবন্ধু ধান১০০, বিনাধান-১০, বিনাধান-২৪, বিনাধান-২৫

রােপণের সময়:

ডিসেম্বরের মাঝামাঝি/পৌষের শুরুতে বােরাে ধানের বীজতলা তৈরি করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ/মাঘের শেষ সপ্তাহের মধ্যে ৩৫-৪০ দিনের চারা। রােপণ করা যাবে।

বিদ্র: উত্তরবঙ্গে বােরাের চারা ১০-১৫ | দিন দেরিতে রােপণ করতে হবেধান চিটা হয়ে

যাওয়ার শস্কা থাকে।

 


Post a Comment

0 Comments